ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

কেরানীগঞ্জে মাটিচাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

ঢাকার কেরানীগঞ্জে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার উত্তর ধর্মশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা কেরানীগঞ্জ ধর্মশুর এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম জানান, আউলিয়া ও তার স্বামী মশিউর এ এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে তারা উত্তর ধর্মশুর এলাকায় মাটি কাটছিলেন। এ সময় উপর থেকে স্তূপ করে রাখা মাটি ধসে পড়লে তারা নিচে চাপা পড়েন। পরে মাটি সরানোর হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

এসআই মোস্তফা রেজা জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একে//