আনুষ্ঠানিকতায় শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:২৪ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নানা আনুষ্ঠানিকতায় শেষ হয়েছে পূজা। ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও মন্ডপে দেশ ও জাতির মঙ্গল কামনায় দেবীর চরণে ভক্তি নিবেদন করেন ভক্তরা।
ঢাকের বাদ্য, উলু ধ্বনি, কাসার ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে মুখরিত ঢাকেশ্বরী পূজা মন্ডপ।
মহানবমীর তিথিতে দেবীর আরাধনা ও ভক্তি নিবেদন করতে ঢাকেশ্বরী পূজামন্ডপে ভক্ত ও পূণ্যার্থীদের ছিলো উপচেপড়া ভিড়।
<ংঃৎড়হম>সোমবার সকালে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। শাস্ত্রমতে, শাপলা, শালুক ও নানা উপাচারে পূজা করা হয়। নবমী বিহিত পূজা শেষে মঙ্গলময়ী, দুর্গতিনাশিনী দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা।
ধর্মীয় সম্প্রীতির এই দেশে দুর্গোৎসব এখন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয়; বরং তা পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে।
আর একদিন পরেই দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাশে। তবে, তার শক্তিতে বলিয়ান হয়ে সকল অশুভ শক্তিকে দমন করার প্রত্যয় ভক্তদের।