চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১৪ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার
চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
সোমবার সকালে দামপাড়া ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা। একটি মহল চট্টগ্রাম ওয়াসাকে ব্যবহার করে নানা অনিয়ম দুনীতি করছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।