ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ ১৯ জলদস্যু আটক

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:১৬ পিএম, ১০ অক্টোবর ২০১৬ সোমবার

সন্দ্বীপের টেংগার চরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ১৯ জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায় গত রোববার রাতে সন্দ্বীপের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে ৬ টি দেশীয় পাইপগান, ২টি দেশী পিস্তল, গুলি ও ১০ টি মোবাইল ফোন জব্দ করা হয়। সেসময় গ্রেফতার করা হয় ১৯ জলদস্যুকে। গ্রেফতারকৃতরা আলাউদ্দিন বাহিনী ওরফে বিসমিল্লাহ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গভীর সাগরে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।