ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৯:০১ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর মহাখালীর কড়াইল জামাই বাজারের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ভোর ৬টার দিকে মহাখালীর কড়াইল এলাকার ওই বস্তিতে আগুন লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

টিআর/