ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

উজবেকিস্তানে পোশাক কারখানা স্থাপনের জন্য বাংলাদেশকে আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

ভারত ও বাংলাদেশের জন্য নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত (দিল্লীতে অবস্থানরত) ফারহাদ আরজু আজ বিজিএমইএ দপ্তরে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিজিএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. মুনির হোসেন, পরিচালক আনোয়ার কামাল পাশা ও পরিচালক আনোয়ার হোসেন (মানিক) উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক বানিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ উজবেকিস্তান থেকে তুলা আমদানি করে।
বিজিএমইএ সভাপতি উজবেক রাষ্ট্রদূতকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন এবং বাংলাদেশ থেকে আরও বেশি পরিমানে তৈরি পোশাক আমদানির জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে উজবেক ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এসএইচ/