ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফের প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে ইউনিসেফের প্রতিনিধি এ্যাডওয়ার্ড বেইগবেডার সৌজন্য সাক্ষাত করেছেন।

আজ সোমবার সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

ডেপুটি স্পিকার ইউনিসেফ প্রতিনিধিকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের কার্যাবলী এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে তাকে অবহিত করেন।

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের বিষয়টি অবহিত করা হলে তিনি এ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও এই সরকারের আমলে ২৬ হাজারের অধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং অসংখ্য বেসরকারি স্কুল কলেজকে জাতীয় করণসহ জাতীয়করণের এই প্রক্রিয়া চলমান থাকায় বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভূয়াসী প্রশংসা করেন এ্যাডওয়ার্ড বেইগবেডার।

এরপর তিনি বাংলাদেশের ৩ শত নির্বাচনী এলাকা হতে শিশু প্রতিনিধিদের অংশগ্রহণে ইউনিসেফ ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আয়োজনে একটি ছায়া চাইল্ড পার্লমেন্টের অধিবেশন অনুষ্ঠানের প্রস্তাব দিলে ডেপুটি স্পিকার তাকে স্বাগত জানান।

সাক্ষাতকালে বাংলাদেশে ইউনিসেফ কো-অর্ডিনেটর শাকিল আহমেদ এবং ডেপুটি স্পিকারের কার্যলয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

এসি