ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত, সৃষ্টি হয়েছে যানজট

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

নাব্যতা সংকটে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়াঘাটে সৃষ্টি হয়েছে  যানজট। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘাট থেকে ফেরি ছেড়ে আসার পর টার্নিং পয়েন্টের কাছে এসে অপেক্ষা করতে হয় ফেরিগুলোকে। ফলে একটি ফেরি ওই চ্যানেল পার হওয়ার পর আরেকটি যেতে পারে।। ধীর গতিতে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট লেগে আছে। আজ সকাল থেকে শিমুলিয়াঘাটে প্রায় ৭ শ গাড়ি পারাপারের আপেক্ষায় রয়েছে। মহরম ও পূজার ছুটি থাকায় ওই নৌপথে যানবাহনের চাপ বেড়ে গেছে বলে তিনি জানান।