ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

কিডনি দিবস উপলক্ষে ল্যাবএইডে সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

আজ বিশ্ব কিডনি দিবস। তবে এর আগে দিবসটি উপলক্ষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আয়োজন করা হয় কিডনি বিষয়ক সেমিনার।

গতকাল বুধবার বিকেলে হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. রফিকুল আলম। বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি কিডনি রোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তিনি উপস্থাপন করেন।

সেমিনারে সঙ্গীতশিল্পী সুবীর নন্দী নিজের কিডনি রোগ ও চিকিৎসা ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন। অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এএম শামীম, অধ্যাপক ডা. আছিয়া খানম, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী, ডা. বাবরুল আলম প্রমুখ বক্তৃতা করেন।

এসএ/