ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

হিলিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হিলি সংবাদদাতা

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

‘নিরাপদ মানসন্মত পণ্য’ এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আরমান আলী, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. রতন বর্মনসহ অনেকে।

সভায় বক্তারা ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সব ব্যবসায়ীদের ভোক্তাদের নিকট সঠিক পরিমাণে ও নিরাপদ খাদ্য সরবরাহ করা হয় সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ভোক্তাদেরও দেখে শুনে পণ্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।

একে//