ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

নবগঙ্গা নদীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

 

 

নড়াইলের মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে সিমেন্ট বোঝাই কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ট্রলারে প্রায় ৩৫ জন যাত্রী ছিল।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা দু`টি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে ডুবে গেছে। তবে যাত্রীরা সাঁতরে উপরে উঠে গেছেন বলে জানিয়েছেন মহাজন এলাকার বাসিন্দা হাসানসহ স্থানীয়রা।

বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের সন্ধানে নদীতে টহল দেওয়া হচ্ছে। সবাই সাঁতরে উপরে উঠেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে কেউ নিখোঁজ আছেন কিনা, সেজন্য পুলিশ নদীতে টহল দিচ্ছে। সিমেন্ট বোঝাই কার্গো খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রলারটি বড়দিয়া থেকে মহাজন ঘাটের দিকে আসছিল।

কেআই/