ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আবারও কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘বিবাহ অভিযান’। এটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত। সিনেমায় ফারিয়ার হিরো হিসেবে থাকছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

নুসরাত ফারিয়া বর্তমানে এই সিনেমার জন্য কলকাতায় রয়েছেন। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটিতে চুক্তির আনুষ্ঠানিকতা। খুব শিগগিরই শুরু হবে শুটিং।

যদিও সিনেমাটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাটি থেকে সরে গিয়েছেন। আর তাই এই সিনেমাতে অঙ্কুশের বিপরীতে জায়গা পেয়েছেন ঢালিউডের নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, ২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত দুই বছরে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’ ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায় তার।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনিত ‘শাহেনশাহ’ সিনেমাটি। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে তার বিপরিতে হিরো হিসেবে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

এসএ/