রাণী ইলা মিত্রের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
ঐতিহাসিক তেভাগা আন্দোলনের পুরোধা নাচোলের রাণী ইলা মিত্রের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।
চল্লিশের দশকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলা মিত্র। বঞ্চিত মানুষের দাবি আদায়ে কৃষক বিদ্রোহ সংগঠিত করার দায়ে পাকিস্তান সরকারের নির্যাতনের শিকার হন তিনি। ১৯২৫ সালে কলকাতায় জন্ম নেয়া ইলা মিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভুমিকা পালন করেন। ২০০২ সালে কলকাতায় মারা যান তিনি।