সাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১০:৪১ এএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪১ এএম, ১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
প্রথিতযশা সাংবাদিক, সাহিত্যিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৭ সালের এ দিনে ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিকতার পাশাপাশি ওবায়েদ উল হক লিখেছেন ৬টি নাটক, ৩টি উপন্যাস, ৪টি কাব্যগ্রন্থ। লেখক, কবি, ঔপন্যাসিক, প্রযোজক, সুরকার ও গীতিকার ওবায়েদ উল হক তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক। এছাড়া বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা, ইউনিসেফ স্বর্ণপদকসহ অনেক সম্মাননায় ভূষিত হন তিনি।