ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

শাহজালালে দুই নারী ক্রু’র অন্তর্বাসে ৩৬টি স্বর্ণের বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার | আপডেট: ০৩:০৭ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার মধ্য রাতে সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের এই দুই নারী ক্রুকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে। সেখানে সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিলেন বলে জানিয়েছের এ কর্মকর্তা ।

একে//