ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

প্রাক-প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৫০ এএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সচিব জানান, ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক শিক্ষা সহায়ক ভূমিকা রেখেছে। সেকারণেই শিক্ষা নীতির আলোকে এ সময় বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।

আনন্দের সাথে খেলতে খেলতে শেখা। শ্রেণী কক্ষের অনুষ্ঠানিক পাঠ গ্রহনের প্রস্তুতি পর্ব।

এই ধারণা নিয়েই দেশে প্রাক প্রাথমিক শিক্ষা চালু হয়েছিল, ২০১৪ সালে।

৫ বছর শেষে সেই ব্যাচটিই শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ন্ন হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের পরও শিক্ষার্থীরা ভালো ফল করেছে। কমেছে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার ও একই ক্লাসে দুই তিন মেয়াদে থাকার প্রবণতা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাক প্রাথমিকের মধ্য দিয়ে আসা শিক্ষার্থীদের মানসিক পরিপক্কতা, অন্যদের তুলনায় বেশি। তাই এর মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

 

বিদ্যমান অবকাঠামোতেও এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা নেই বলেও মনে করছেন সচিব।

সচিব জানান, সারা বছরই বিভিন্ন ভাবে মূল্যায়নের ব্যবস্থা রেখে, তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষাবিহীন শিক্ষা চালুর উদ্যেগও বিবেচনা করার কথাও ভাবা হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/