ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

টাক মাথায় চুল প্রতিস্থাপনের ব্যবসায় রোনাল্ডো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ১২:১৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

স্পেনে চুল প্রতিস্থাপনের ক্লিনিক খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুণা যাচ্ছে ওই চুল প্রতিস্থাপন ক্লিনিকের ৫০ শতাংশ শেয়ার কিনেছেন তিনি।

দীর্ঘ নয় (২০০৯ থেকে ২০১৮) বছর রিয়াল মাদ্রিদে খেলেছেন রোনাল্ডো। তাই এই স্মৃতিবিজড়িত স্পেনের সঙ্গে সম্পর্ক রাখতেই হয়তো এই অভিনব ব্যবসার গোড়াপত্তন করেছেন তিনি।

রোনাল্ডো মনে করেন, এখানে এলে শুধু টাক মাথার স্প্যানিশদের উপকারই হবে না, দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ক্লিনিক। ফুটবলের বাইরেও তিনি নিজেকে ব্যস্ত রাখতে ভালবাসেন। বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন।

রোনাল্ডো বলেন, ইউরোপে অ্যালোপেসিয়া একটি ভয়ঙ্কর সমস্যা। আমরা তাই মানুষকে সাহায্য করতে চাই। চুল না থাকায় অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভোগেন।

পর্তুগালে ইতোমধ্যে ১০টি ক্লিনিক খুলেছে সেই সংস্থা। এছাড়া মাদ্রিদেও ব্যবসা রয়েছে তাদের।

এমএইচ/