ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

বাগেরহাটে সাংবাদিকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ১১:৩৫ এএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

বাগেরহাটে সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ক দুই দিনব্যাপি রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের অধ্যক্ষ মীর জুলফিকর আলী লুলু মিলানায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়।

প্রশিক্ষণের শুরুতে পিআইবি’র সাবেক মহা-পরিচালক প্রায়ত শাহ আলমগীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিকরা।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক রহমান মোস্তাফিজ, পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার,সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন, আহসানুল করিম, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাবেক সেক্রেটারি আলী আকবর টুটুল প্রমুখ।

দুই দিনব্যাপি এ প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের ৩১ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার বিকেলে সমাপনি অনুষ্ঠান ও অংশগ্রহনকারীদের সনদ বিতরণের মাধ্যমে প্রমিক্ষণের শেষ হবে।

কেআই/