কাগজ কলম অ্যাওয়ার্ড পেলেন সংগীতশিল্পী পুষ্পিতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
 
		
	তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫ চ্যাম্পিয়ন’ নুজহাত সাবিহা পুষ্পিতা পেলেন কাগজ কলম অ্যাওয়ার্ড-২০১৯।বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক এর হাত থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশিত মৌলিক গানের অডিও এলবাম ‘অনুভবে তুমি’ এবং মিউজিক ভিডিও ‘স্বপ্ন ঘুড়ি’ দর্শক শ্রোতা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন কাগজ কলমের প্রধান সম্পাদক এম.এ.হান্নান। সভাপতিত্ব করেন কাগজ কলমের উপদেষ্টা সম্পাদক সৈয়দ মনজুর মোর্শেদ ।
কেআই/
