ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

প্রতিদিন ৪ কোটিও বেশি ডিম উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার

২০২১ সালের মধ্যে দেশে প্রতিদিন ৪ কোটিও বেশি ডিম উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদমন্ত্রী। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা জানান তিনি। সাঈদুল হক আরো বলেন, সরকার  ডিম ও দুধ উৎপাদনে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিয়েছে বলেও জানান তিনি। অনুষ্টানে বিশেষজ্ঞরা বলেন, গর্ভে থাকা থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত শিশু এবং মা প্রতিদিন একটি করে ডিম খাওয়া প্রযোজন। ফার্মের মুরগির ডিমে প্রোটিনের পরিমান বেশী বলেও জানান তারা।  বাংলাদেশে এখনো কৃত্রিম ডিমের সন্ধান পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বক্তারা।