ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

একুশের জনপ্রিয় নাটক এখন ইউটিউবে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ১১:৪১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি (ইটিভি) তাদের বিভিন্ন সময়ে প্রচারিত জনপ্রিয় সব নাটক প্রচার করছে ইউটিউবে। ‘ইটিভি ড্রামা’ নামক ইউটিউব চ্যানেলে এসব নাটক দেখা যাচ্ছে এখন। এখানে বিভিন্ন সময়ে প্রচারিত একক, ধারাবাহিক, বিশেষ দিবসের সব নাটকই পর্যায়ক্রমে আপলোড দেওয়া হবে।

একুশের সকল দর্শক ও অনলাইনের পাঠকদের বিশেষ অনুরোধে পুরানো দিনের এই সব জনপ্রিয় নাটকগুলো এখন থেকে দেখা যাবে চ্যানেলটির ‘ইটিভি ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

যেখানে- ইতিমধ্যে ‘ললিতা’, ‘থ্রি কমরেডস’ ‘রিয়া এখন রাজী’সহ বেশ কিছু নাটক এখন দেখা যাচ্ছে। ‘ললিতা’- নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, জয়ন্ত চট্টপাধ্যায়, শিরিন আলম, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, ইলোরা গহর, প্রাণরায়, আঁঁকা, মৌনতা, নাসিমা খান, মিশা সওদাগর প্রমুখ।

এছাড়া ‘থ্রি কমরেডস’ নাটকটি কমেডি ধাঁচের গল্প। নাটকটির গল্প গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত ‘থ্রি কমরেডস’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল।

নাটকটিতে আরও অভিনয় করেছেন- নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, ড. ইনামুল হক, কচি খন্দকার, তন্দ্রা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ, সুজাত শিমুল, মরিয়ম সরকারসহ আরও অনেকে।

এছাড়া রয়েছে একক নাটক ‘পালকি’। এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। এতে অভিনয় করেছেন- সজল, এ্যানি, ড. ইনামুল হক, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

 

 নাটক দেখুন, যেকোন মন্তব্য করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবসক্রাইব করুন। 

এসএ/