ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

৪ উপজেলায় ইভিএমে ভোট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

এবারই প্রথম চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হচ্ছে। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর ও রংপুর সদর উপজেলার ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছেন। স্বাচ্ছন্দ্যে দ্রুত ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে প্রশিক্ষণ না থাকায় করো কারো বুঝতে সমস্যা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ইভিএমে জালভোট রোধ ও দ্রুত ফল ঘোষণা সম্ভব।

প্রথমবারের মতো ৪টি সদর উপজেলার সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। 

গোপালগঞ্জ সদর উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ২ লাখ ৫০ হাজার ৭০৩ জন ভোটার এ পদ্ধতিতে ভোট দিচ্ছেন। এতে খুশি ভোটাররা। 

মেহেরপুর সদর উপজেলায়ও প্রথম ইভিএম ভোট। এ পদ্ধতিতে ভোট দিতে সমস্যা হচ্ছে না বলেই জানালেন ভোটাররা।

খুব দ্রুততার সাথে ইভিএম ভোট দেয়া সম্ভব বলে জানালেন প্রিজাইডিং অফিসার।

মানিকগঞ্জের সদর উপজেলার ১০২টি কেন্দ্রে ২ লাখ ৪৩ হাজার ৯৫৭ জন ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দেন। এ পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ না থাকায় সাধুবাদ জানিয়েছেন ভোটাররা।

রংপুর সদর উপজেলার ৪৭ কেন্দ্রের ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন। তবে প্রশিক্ষণ না থাকায় দেরি হওয়ার কথা জানালেন কেউ কেউ। 

ভোট সুষ্ঠু করতে তৎপর প্রশাসনও।