ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

রংপুরে বাবার বিরুদ্ধে ২২ মাসের শিশু হত্যার অভিযোগ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৬ শনিবার

রংপুরের মাহিগঞ্জে আলিফা নামের ২২ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবা দুদু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছে শিশুটির নানী। তবে এখনো গ্রেফতার হয়নি ঘাতক বাবা ও তার সহযোগীরা। দ্রুত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আলিফার মা ও স্বজনদের। বাবার পরকীয়ায় জের ধরে জীবন দিতে হলো এই শিশুটিকে। বাবাই কেড়ে নিয়েছে তার প্রাণ। এমন নৃশংসতা মেনে নিতে পারছেনা শিশুটির মা। রংপুর সদরের কিশামত বিধু মানজাই গ্রামের দুদু ও সেবা বেগমের একমাত্র মেয়ে আলিফা। চট্টগ্রামে একটি পোষাক কারখানায় কাজ করতেন এই দম্পতি। সেখানে এক দুদু পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ সেবা বেগমের। তিনি জানান, এবার ঈদের ছুটিতে রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসে দুদু। ১৫সেপ্টেম্বর মেয়েকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে। এরপর ১৭ সেপ্টেম্বর হঠাৎ বস্তি নামে এলাকা থেকে শিশু আলিফার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক দুদু মিয়া। এ ঘটনায় দুদু মিয়াসহ ৭ জনকে আসামী করে মামলা করে আলিফার নানি। এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় হতাশ তিনি। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ । এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আলিফার স্বজনসহ স্থানীয়দের।