ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:৪৮ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার

৪৯তম স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

ভোরের সূর্য ওঠার আগেই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিউগলে বেজে ওঠে করুণ সুর।

গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকষ দল। 

এরপর মন্ত্রী-পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।  পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি ও বিদেশি কূটনীতিকরা।

স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন করে সেক্টর কমান্ডার্স ফোরাম।  

পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একাত্তরের গণহত্যার বিচার দাবি করেন। বিএনপি-জামাতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন হানিফ।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের।

বিস্তারিত দেখতে ভিডিও দেখুন :

 

এসএ/