ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

একটি টি-ব্যাগের দাম সাড়ে ১২ লাখ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

কম-বেশি প্রায় প্রত্যেকেই চা পান করেন। আমাদের দেশে পথে-ঘাটে চোখে পড়ে এমন অনেক ছোট-বড় চায়ের দোকান। শহরে ৫-১০ টাকায় এমনকি গ্রামে ২-৩ টাকায় এক কাপ গরম চা পাওয়া যায়। একটু দামি রেস্তোরা বা ফার্স্টফুডের দোকান হলে এক কাপ চায়ের জন্য মূল্য দিতে হতে পারে একটু বেশি। কিন্তু জানেন কি ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর তৈরি একটি টি-ব্যাগের দাম কত? ১৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা। আর এটিই বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ।

কিন্তু একটি টি-ব্যাগের এই আকাশছোঁয়া দাম হওয়ার কারণ কী? জানা গেছে, ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ টি-ব্যাগ তৈরি করেছিল বডেল্স জুয়েলার্স। টানা ৩ মাস ধরে একটি একটি করে মোট ২৮০টি হীরা দিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে সাবধানী হাতে বসিয়ে তৈরি করা হয়েছিল এই বিশেষ টি-ব্যাগ। বিশ্বের সবচেয়ে দামি চা পানের ইচ্ছে মেটাতে নয়, মহামূল্য এই টি-ব্যাগ তৈরি এবং বিক্রি করা হয় ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপআতালের শিশুদের চিকিৎসা খাতে সাহায্যের উদ্দেশ্যে।

বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ ‘পিজি টিপস’ তৈরি করলেও সংস্থার যে চায়ের প্যাকেট বিক্রি হয় তার দামের বিচারে একটি টি-ব্যাগের দাম ১৪ টাকার একটু বেশি। তবে বিশ্বের সবচেয়ে দামি চা তৈরি হয় চীনের ফুজিয়ান প্রদেশের ‘দ্য হং পাও’-এর কারখানায়। ‘দ্য হং পাও’-এর ১ কেজি চা পাতার দাম প্রায় ১৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা! এটি আসলে জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় ‘দ্য হং পাও’ নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের জন্যই এই চায়ের এত দাম!

সূত্র: জি নিউজ

একে//