ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

উৎসব মুখর পরিবেশে উদযাপতি হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪১ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার

উৎসব মুখর পরিবেশে পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে উদযাপতি হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যেই পোয়ে বা প্রবারণা পূর্নিমা। উৎসবকে ঘিরে বান্দরবানে পাহাড়ী পল্লীগুলো সেজে উঠেছে নতুন সাজে। শনিবার সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। উৎসবের ৪দিনের আয়োজনে রয়েছে ধর্মীয় গুরুদের খাবার দেয়া, ফানুষ উড়ানো, হাজারো প্রদীপ প্রজ্জলন, রথ যাত্রা এবং সাংঙ্গু নদীতে রথ বিসর্জন। প্রবারণা পূর্নিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন অনেক পর্যটক। ১৭ অক্টোবর গভীর রাতে সাঙ্গু নদীতে রথ বির্সজন এবং ১৮ অক্টোবর শহরের পূর্ণাথ্যে বিহারের উদ্দেশ্যে গমন, পঞ্চশীল গ্রহণ ও ধর্মদেশনার মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব ।