ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সাতক্ষীরায় নদীর বাধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার

সাতক্ষীরার আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলী জমি। ভোরে খোলপেটুয়া নদীর প্রায় আড়াই’শ ফুট বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা,হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়।  এতে ছয়টি গ্রামের প্রায় এক হাজর পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলী জমি। হঠাৎ বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ায় দুর্ভোগের শেষ নেই সেখানকার মানুষের।