ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আত্মতুষ্টদের ক্লাবে রাখতে চান না সুলশার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

দু’সপ্তাহ বিশ্রামের পর আজ শনিবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দিনই নামছে দুই ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা খেলবে ফুলহ্যামের সঙ্গে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ওয়াটফোর্ড। ম্যানসিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছেন, আপাতত তাদের কাজ বাকি ম্যাচ জেতা ও লিভারপুলের ব্যর্থতা কামনা করা।

টটেনহ্যাম কঠিন প্রতিপক্ষ বলে আগামীকাল রোববার লিভারপুল পয়েন্ট নষ্ট করতে পারে মনে করছেন অনেকে। নিজেদের নিরাপদ রাখতে ম্যানসিটি চায় যে কোনভাবে ফুলহ্যামের বিরুদ্ধে জিততে।

উলে গুনার সুলশারের স্থায়ী কোচ হওয়ার পর আজ শনিবার প্রথম খেলবে ম্যানইউ। পল পোগবারা চান, যে কোনভাবে প্রথম চারে লিগ শেষ করতে। সুলশার মনে করেন, কাজটা সহজ নয়।

ফুটবলারদের কাছে তার আবেদন, ‘সামনের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার জন্য আরও পরিশ্রম করতে হবে।’ সঙ্গে ফুটবলারদের সতর্কও করেন, ‘আরও অনেক দিন ক্লাবে থাকব। হয়তো ফুটবলাররা এতটা আশাও করেনি। তবে যারা আত্মতুষ্টিতে ভুগবে, তাদের ক্লাবে জায়গা হবে না।’

সুলশার জানিয়েছেন, ক্লাবের সঙ্গে চুক্তির পরে কিংবদন্তি স্যর অ্যালেক্স ফার্গুসন তাকে প্রথম ফোন করে অভিনন্দন জানান।

সূত্র: আনন্দবাজার

একে//