ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

পশ্চিমবঙ্গে যে ৮টি আসন জিততে পারে বিজেপি: সমীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

ভারতে আসন্ন লোকসভা নির্বাচন৷ আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে দেশটির ষোড়শ লোকসভা নির্বাচন৷ দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে ৮টি আসন বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে নিয়েলসনের জনমত সমীক্ষা। তা কোন আটটি আসন জিততে পারে বিজেপি?     

আলিপুরদুয়ার

বিজেপির প্রার্থী জন বারলা। গত বিধানসভা ভোটের পর থেকে আলিপুরদুয়ারের গেরুয়া হাওয়ার গতি বেড়েছে এই আসনে।  

দার্জিলিং

দার্জিলিঙে বিজেপির ছাপে রাজু বিস্তকে প্রার্থী করেছে মোর্চা ও জেএনএলএফ জোট। দুই বৈরী জোট করায় নিশ্চিতভাবেই দার্জিলিঙে কঠিন ঠাঁই শাসক দলের, মত রাজনৈতিক মহলের একাংশের।   

রায়গঞ্জ

রায়গঞ্জে সিপিএমের মহম্মদ সেলিম ও কংগ্রেসের দীপা দাশমুন্সির লড়াইয়ের সুযোগে বিজেপি প্রার্থী বেরিয়ে যেতে পারেন বলে ইঙ্গিত জনমত সমীক্ষার।      

বালুরঘাট

বাংলায় বিজেপির ইতিবাচক আসনগুলোর মধ্যে অন্যতম বালুরঘাট। নিয়েলসনের সমীক্ষাও দিচ্ছে সেই ইঙ্গিত।

কৃষ্ণনগর

কৃষ্ণনগর আসনেও বিজেপির জেতার সম্ভবনা হলে আভাস জনমত সমীক্ষার। 

বনগাঁ

ঠাকুরবাড়ির লড়াইয়ে বেরিয়ে যেতে চলেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

বারাকপুর

আসল হোলি ২৩ মে খেলবেন বলে হুঙ্কার দিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপি প্রার্থী অর্জুন সিং। সমীক্ষার ইঙ্গিত, বারাকপুরে অর্জুন নিজের প্রতিশ্রুতি সম্ভবত রাখতে পারবেন।    

আসানসোল

আসানসোল কেন্দ্রটি ধরে রাখতে পারছেন বাবুল সুপ্রিয়, সেই ইঙ্গিতই দিল নিয়েলসনের সমীক্ষা।

সূত্র: জি নিউজ

একে//