ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

শরীয়তপুরের নড়িয়াবাসীর আতংক নদী ভাঙ্গন (ভিডিও)

মুহাম্মদ নূরন নবী :

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৩:২৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

নদী ভাঙ্গনের শিকার শরীয়তপুরের নড়িয়াবাসী’র আতংকে দিন কাটে, আসছে বর্ষায় কিভাবে রক্ষা হবে, শেষ আশ্রয় স্থল। যদিও, পানি সম্পদ মন্ত্রণালয়ের জোড় প্রচেষ্টায় নদীতীর রক্ষা বাধ নির্মান প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। কিন্তু, বিদ্যমান সময়ে এই কাজ কতটা সম্পন্ন করা সম্ভব এ নিয়ে, শংকা সকলের।

নদী ভাঙ্গন। পদ্মার একূল ভাঙ্গে-ওকূল গড়ে। সাথে সাথে, বদলায় পদ্মা পাড়ের মানুষের জীবন। গেল বর্ষায়ও সর্বশান্ত হতে হয়েছে, শরিয়তপুরের নড়িয়া বাসীকে। ৫ হাজার মানুষ গৃহহীন হবার পাশাপাশি নদী গভে চলে গেছে বহু বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি।

এখনও পুরোন ভিটায় ফিরতেই পারেনি অনেকে। সম্ভব হয়নি, গেলবারের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়া। এমন তিক্ত অভিজ্ঞতা এখনও তাড়া করে ফিরে ভূক্তভোগীদের। এমন বাস্তবতায়, সামনে আবারো আসছে, বর্ষা।

তীরবর্তী ঝুকিপূর্ণ অবস্থায় জনবসতি, হাট বাজার, ধর্মীয়, প্রশাসনিক সহ নানান স্থাপনা। কিছুতেই স্বস্থি’র নি:শ্বাস ফেলার অবকাশ পাচ্ছে না, নড়িয়া বাসী।

থেমে নেই, প্রচেষ্ঠা। বাধ রক্ষার অংশ হিসেবে বালু ভর্তি জিয়ো টেক্সটাইল বস্তা ফেলা হচ্ছে। তবে, এখনও শুরুই করা যায়নি কনক্রিটের ব্লক ফেলা।

সরোজমিনে গিয়ে, দেখা মিলল, যতটা বৃহৎ পরিসরে ভাঙ্গন প্রবণ এলাকার, সবাই সন্দিহান ও প্রশ্নের মুখোমুখি এতে, শেষ রক্ষা হবে তো?

আপৎকালীন রক্ষায় যতটা সম্ভব, তার উদ্যেগ চলমান। তবে, চ্যালেঞ্জও কম দেখছেন না, সংশ্লিষ্টরা।

কাজের গতি আরো বাড়ানোর জোড় প্রচেষ্ঠাও চালু আছে, জানালেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/