ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

বিরল ভাইরাসে আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত শিক্ষিকা পুতুলের দিন কাটছে অতি কষ্টে

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১১:০৭ এএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার

বিরল ভাইরাসে আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত চট্টগ্রামের ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা জেবুন্নাহার পুতুলের দিন কাটছে অতি কষ্টে। দুই সন্তানের একজন প্রতিবন্ধী আর আরেকজনের পড়ালেখা বন্ধ হওয়ার মতো অবস্থা। অর্থের অভাবে বিরল এই রোগের চিকিৎসা করাতে পারছেন না এই স্কুল শিক্ষিকা। দুরারোগ্য ব্যাধি তার উপর ভাগ্য বিড়ম্বনায় নিদারুন এক জীবনের প্রতিচ্ছবি জেবুন নাহার পুতুল। একসময়ের প্রানচঞ্চল পুতুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিয়ে করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির হোসেনকে। তবে হঠাৎই বিরল এক ভাইরাসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। স্বামীর আয়েই চলেছে তার চিকিৎসা খরচ। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী জাকিরের মৃত্যুর পর বড় একা হয়ে পড়েন পুতুল। সহায়সম্বল হারিয়ে পুতুলের এখন রাজধানীর ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরোসাইন্স এন্ড হসপিটালে। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিপল স্কে¬রোসিস নামের বিরল রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা অনেক ব্যায়বহুল। তার এ অসহায় অবস্থায় চিকিৎসার খরচ মেটাতে বিত্তবানদের আহ্বান জানিয়েছে এই শিক্ষিকার একসময়ের সহপাঠিরা। কেউ যদি স্কুল শিক্ষিকা পুতুলকে সহায়তা করতে চায় তাহলে ০১৮২৬৬৩৬২৮২ নম্বরে যোগযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।