ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

বিদেশীদের কাছে অভিযোগ করে লাভ নেই, সাহস থাকলে বিএনপিকে মাঠে নামার আহবান: সেতুমন্ত্রী

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ০২:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৬ রবিবার

বিদেশীদের কাছে অভিযোগ করে লাভ নেই, সাহস থাকলে বিএনপিকে মাঠে নামার আহবান জানিয়েছেন, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্র চাইলে, সক্ষমতা অর্জন করে একসঙ্গে কাজ করার আহবান জানান। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে পদ্মা সেতুর কজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। এখন পর্যন্ত পদ্মা সেঁতুর ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী।