জ্ঞানের আলোয় বিশ্বকে আলোকিত করার আহ্বান
চবি সংবাদদাতা
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সত্য ও ন্যায়ের আলোয় উদ্ভাসিত হয়ে সমাজের সকল অন্যায় ও অন্ধকারকে দূরীভূত করে আলোকিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় আইনের শিক্ষার্থীদের রয়েছে অনন্য ভূমিকা।
মঙ্গলবার এ কে খান আইন অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আইন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারী সালাহউদ্দিন কাসেম খান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধা-যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরাই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন ও জ্ঞান উৎপাদনের উর্বর ক্ষেত্র। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আলোয় আলোকিত হয়ে নিজেদের জ্ঞান-ভান্ডারকে সমৃদ্ধ করে বিশ্বে আলো ছড়াবে এটাই প্রত্যাশিত।
উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের আত্মসম্মান-আত্মমর্যাদা সমুন্নত রেখে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করে দেশ ও জাতির কাঙ্খিত স্বপ্ন পূরণে অবদান রাখবে এটাই সকলের কাম্য। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয় হতে তাদের অর্জিত জ্ঞান দেশ-জাতির প্রত্যাশা পূরণে মানবকল্যাণে কাজে লাগিয়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে। ন্যায়ভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণে দেশের প্রতিটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিতকল্পে আইনের শিক্ষার্থীদের হতে হবে আপোষহীন। এ লক্ষ্য পূরণে তিনি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা সমুন্নত রেখে সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।
আইন বিভাগের শিক্ষার্থী কাজী নুসরাত আরিফ ও সাইমুর রহমান সুনিতের সঞ্চালনায় আইন বিভাগের সভাপতি ও আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও আইন বিভাগের প্রফেসর ড.সাজেদা আক্তার, বিভাগের প্রফেসর মো. জাকির হোসেন, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন খালেদ, সহযোগী অধ্যাপক সিফাত শারমিন ও চবি সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে বিদায়ীদের পক্ষে ফাইরুজ অরিন এবং নবীনদের পক্ষে সুরাইয়া তারান্নুম বক্তব্য রাখেন।
কেআই/