ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

ত্রাণ তহবিলে ৩০ কোটি টাকা অনুদান বিএবির

ঋণখেলাপিদের বিষয়ে কঠোর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তসহ অন্যান্য দুর্ঘটনার শিকার মানুষের সহায়তার জন্য এ অনুদান দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বেসরকারি ব্যাংক পরিচালকরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক ব্যাংক চেয়ারম্যান, পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী এ সময় বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকদের ব্যাংকঋণের সুদহার কমানোর তাগিদ দেন। তখন একাধিক বেসরকারি ব্যাংক চেয়ারম্যান বলেন, ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনতে হলে কম সুদে আমানত দরকার। কিন্তু বর্তমানে ব্যাংক আমানতের সুদহারই ১০ শতাংশে উঠে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও কম সুদে আমানত পাওয়া যাচ্ছে না। মানুষ ব্যাংকে টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে কিংবা পোস্ট অফিসে সঞ্চয় করছে। ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে বড় গ্রাহকরা ফেরত দিচ্ছে না। অনেকে দেশের বাইরে টাকা পাচার করে বাড়ি-গাড়ি কিনছে। এ কারণে ব্যাংকগুলো ঋণের সুদহার এক অংকে নামাতে পারছে না।

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যেসব ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা নিয়ে পরিশোধ করছে না, তাদের কারখানা, বাড়ি-গাড়ি সব বিক্রি করে ব্যাংকের টাকা আদায় করেন। অর্থমন্ত্রী এ নিয়ে কাজ করছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক গণমাধ্যমকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তরের জন্য গিয়েছিলাম। স্বাভাবিকভাবে এ ধরনের অনুষ্ঠানে খুব বেশি আলোচনার সুযোগ হয় না। তবে প্রধানমন্ত্রী ঋণের সুদহার কমানোর বিষয়ে নির্দেশনা দিলে আমরা ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বড় ঋণখেলাপিদের বিষয়ে কঠোর হওয়ার কথা বলেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ প্রায় সব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালক এবং দুটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

এসএ/