সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল বসবে। ওই দিন বিকাল ৫টায় বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বুধবার (৩ এপ্রিল) এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে। এই অধিবেশনের পর জুনে শুরু হবে বাজেট অধিবেশন। সংসদের প্রথম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী একটি অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।
এদিকে একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে গত ১১ মার্চ শেষ হয়। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়।
এ ছাড়া প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ২ হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৩০টির উত্তর দেওয়া হয়।
আরকে//