ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সাতক্ষীরায় গৃহবধুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:১০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

সাতক্ষীরায় আ‌ছিয়া খাতুন না‌মে এক গৃহবধুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ দুইজন‌কে আটক করা হয়েছে। সোমবার গভীর রা‌তে সদর উপ‌জেলার আ‌লিপুর ইউ‌নিয়‌নের আগুনপুর গ্রামে এক‌টি মাছের ঘে‌রের পাড় থে‌কে গৃহবধুর মাটিচাপা দেয়া বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় <ংঃৎড়হম> আ‌ছিয়া খাত‌ু‌নের স্বামী আমেজ আলী ও তার বন্ধু সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বাবা জানান, সাতবছর আগে আমজের আলীর সাথে তার মেয়ের বিয়ে হয়। পারিবারিক কলহে তার মেয়েকে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি। আটককৃতরা হত্যার বিষয়‌টি স্বীকার ক‌রে‌ছে বলে জানিয়েছে পুলিশ।