শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী আজ
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৪ সালের এ দিনে শেখ রাসেল ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এ বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেলকে ঘাতকদের হাতে প্রাণ হারাতে হয়। স্বজনরা আজো ভুলতে পারেননি ছোট্ট শিশুটির আন্তরিকতার কথা।
বঙ্গবন্ধু জেলে থাকায় ছোট সন্তান শেখ রাসেল তাকে খুব একটা কাছে না পেলেও স্বাধীনতার পর বাবা কাছে রাখতে চাইতেন ছেলেকে। সদাহাস্য মুখের রাসেলকে সবাই উজাড় করে দিতেন ¯েœহ। বঙ্গবন্ধরু জাপান সফরে শেখ রেহানার সঙ্গে গিয়েছিল রাসেলও, সেখানে বড়দের মতই অতিথিদের সঙ্গে হাত মেলানোর দৃশ্য এখনও অমলিন।
তবে ১৯৭৫এর ১৫ আগষ্ট স্বপরিবারের বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় খুনীরা রেহাই দেয়নি এগারো বছরেরও কম বয়সী রাসেলকে। মায়ের কাছে যাব বলে চিৎকার করলেও খুনীরা হত্যা করে তাকে।
বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির বঙ্গবন্ধু ভবনে যেতেন প্রায়ই, দোলনায় চড়তে চড়তে গান গাইতে দেখতেন, মুগ্ধ হতেন শিশু রাসেলের আতিথেয়তায়।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ সারাদেশে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কমিটি করে লাখ লাখ শিশুকে জড়িত করেছে। উদ্দেশ্য, রাসেলকে প্রতীকায়িত করে সুশিক্ষার বিস্তার।
তবে সবাই চায় শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের পলাতক খুনীদের রায় কার্যকর করার পাশাপাশি অবিলম্বে শিশুহত্যার প্রবণতা প্রতিরোধ করা।