গুলশান হামলার নব্য জেএমবি’র অর্থের যোগানদাতা নেতা ডাক্তার রোকন
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:১৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার সাথে জড়িত নব্য জেএমবি’র অর্থের যোগানদাতা সম্পর্কে নিশ্চিত হয়েছে ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট। সিরিয়ায় অবস্থানকারী নব্য জেএমবি নেতা ডাক্তার রোকন একাই দিয়েছেন ৮০ লাখ টাকা। রাজধানীতে সন্দেহভাজন ৭ জেএমবি সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার অন্যতম মদদদাতা সিরিয়ায় অবস্থানকারী নব্য জেএমবি নেতা ডাক্তার রোকন। রাজধানীর রুপনগর ও আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম ও তানভীর কাদরীও সংগঠনটির অর্থের যোগানদাতা।
ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্যই জানালেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান।
সোমবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বনানী ও তেজগাঁওয়ের দু’টি ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে জেএমবি’র ৭ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে কাউন্টার টেররিজম ইউনিট।
তবে গ্রেপ্তার জেএমবি সদস্যরা নব্য জেএমবি নয়, শায়খ আব্দুর রহমান প্রতিষ্ঠিত মূলধারার জেএমবির সাথে জড়িত। আর তাদের নেতা সালাউদ্দিন সালেহিন বলেও জানানো হয়।