ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

প্যারোল চাইতে হয় : আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না।

আজ সোমবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আলোচনার বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেওয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না।

এসএইচ/