দেশে পৌঁছেছে ফায়ারম্যান সোহেলের মরদেহ, সকাল ১১টায় জানাজা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ এএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:১০ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ফায়ারম্যান সোহেল রানার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (অপস অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, মঙ্গলবার সকালে জানাজার আগে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানাকে সম্মান জানানো হবে। বিউগলের সুরে ফায়ার সার্ভিসের পতাকায় মোড়ানো সোহেল রানার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন ফায়ার সার্ভিসের চৌকস দল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে ও বহুতল ভবনে আটকে পড়া লোকদেরকে উদ্ধার কাজে সরাসরি অংশ নিয়েছিলেন কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের তরুণ ফায়ারম্যান মো: সোহেল রানা (৩৪)। উদ্ধার কাজ চালাতে গিয়ে গুরুতর আহত হন ফায়ারম্যান সোহেল রানা। পরে তাকে গত ৫ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারম্যান সোহেল রানা ইন্তেকাল করেন।
টিআর/