ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

কেরাণীগঞ্জে তৈরি পোশাক কারখানায় ব্যস্ততা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষের জন্য বৈশাখী পোশাকের চাহিদা মিটিয়ে আসছে এখানকার কারখানাগুলো। প্রতিবছরের মতো এবারো চলছে লাল-সাদার পাশাপাশি বিভিন্ন রঙ আর ডিজাইনের পোশাক তৈরির কাজ।

উৎসব-পার্বণে রঙিন পোশাকের যোগান দিতে অন্যতম ভূমিকা রেখে চলেছে রাজধানীর পাশ ঘেঁষা বুড়িগঙ্গা পাড়ের কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলো।

বৈশাখকে কেন্দ্র করে সরগরম এখানকার ৫ হাজারের বেশি কারখানা। দিনরাত ঘুরছে মেশিনের চাকা। তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বৈশাখী জামা, ফতুয়া, শাড়ি, সেলোয়ার-কামিজ, পাঞ্জাবি আর ছোটদের পোশাক।

এসব কারখানায় তৈরি রকমারী ডিজাইনের বৈশাখী পোশাক চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দাম হাতের নাগালে হওয়ায় চাহিদাও বেশ ভালো।

পোশাক তৈরির ধারাবাহিকতা ও গুনগত মান ধরে রাখতে পৃষ্টপোষকতার পাশাপাশি কেরানীগঞ্জকে শিল্প নগরী হিসেবে ঘোষনার দাবি সংশ্লিষ্টদের।