ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। জয়নাল আবেদীন বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে জয়নাল আবেদীন তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ), তথ্য মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সচিব, স্পিকারের একান্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দিয়ে পদায়ন করে সরকার। কামরুন নাহারকে সচিব করার পর থেকেই সচিব পদমর্যাদায় তথ্য মন্ত্রণালয়াধীন প্রধান তথ্য কর্মকর্তার পদটি ফাঁকা ছিল। গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা জাকির হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

এসএ/