নিবার্হী প্রকৌশলী সুকমল চাকমাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার
রাজউকের দূর্নীতি মামলায় গ্রেফতার রাঙ্গামাটির গণর্পূত বিভাগের নিবার্হী প্রকৌশলী সুকমল চাকমাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
রাঙ্গামাটির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে দুদক কর্মকর্তারা রাঙ্গামাটি শহরের তবলছড়ি থেকে সুকমলকে গ্রেফতার করে। আজ দুপুরে হাজির করার পর আদালত তাকে কারাগারে পাঠায়। সুকমল চাকমার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি জালিয়াতির দুর্নীতি মামলায় রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
