ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ফেনীতে গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার | আপডেট: ০৪:১১ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে সন্দেহভাজন ৩ ডাকাত নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগের হাট এলাকায় এ ঘটনা ঘটে। দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ছালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০), একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২৭) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সিরাজ উল্যার ছেলে সোহাগ (২২)।

এছাড়া আহতরা হলেন- উপজেলার মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও সোনাগাজীর চর লক্ষীগঞ্জ এলাকার নুর আলমকে (৪২)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৫ ডাকাতকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও চিকিৎসাধিন অবস্থায় একজন নিহত হয়।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, অভিযুক্ত ডাকাত দলের সদস্যদের মধ্যে রাতে ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ২ জন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। একজন সকালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। পরে আহত অবস্থায় আরও ২ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একে//