শবেবরাতের তারিখ ‘বিতর্ক’ অবসানে কমিটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

শাবান মাসের চাঁদ দেখা এবং শবেবরাতের তারিখ নিয়ে বিতর্কের অবসানে ১০ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি শবে বরাতের আগে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে।
আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
তিনি জানান, মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল মালেককে প্রধান করে গঠিত এ কমিটি শরীয়তসম্মত সিদ্ধান্ত নিয়ে জানাবে।
গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিলো, ওই দিন চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।
তবে মসলিমু রুইয়াতিল হিলাল নামে একটি সংগঠনের দাবি সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা।
আরকে//