ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

রাজীবকে খুঁজছে তার পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার | আপডেট: ০৯:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

মোহাম্মদপুর থেকে একটি রাজীব নামের শিশু হারিয়ে গেছে। শিশুটির তার মামার বাড়িতে থাকতো। শিশুটি হারানোর বিষয়ে মোহাম্মদ থানায় জিডি করেছেন তার মামাতো ভাই মো. রাকিব। শিশুটি বয়স আনুমানিক ১১ বা ১২ বছর হতে পারে। তিনি ভালোভাবে কথা বলতে পারেন না। তেমন কথাও বলেন না। কেউ কিছু জানতে চাইলেই শুধু তখন কথা বলে।

শিশুটি ৩ এপ্রিল বুধবার মোহাম্মমপুর রায়ের বাজারের বৈশাখী মাঠ থেকে হারিয়ে যায়। ছেলেটির কেউ খোঁজ পেলে তার মামাতো ভাই মো. রাকিবের সঙ্গে যোগাযোগ করবেন। মো. রাকিবের সঙ্গে যোগাযোগ-০১৯৬৩০৯৪৮৭৮।

এসএইচ/