ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

দোকান ভাংচুর এবং লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রামের আন্দরকিল্লায় দোকান ভাংচুর এবং লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবীতে সমাবেশ ও  মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে আন্দরকিল্লা মোড়ে সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জের ধরে দুর্বৃত্তরা চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম এলাকা আন্দরকিল্লায় বিভিন্ন দোকানে ভাংচুর এবং লুটপাট চালায়। এতে ব্যবসায়ীরা মারতœক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।