ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

তেল সেক্টরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্যে সরকার ঘোষিত পে স্কেলের আদলে বেতন কাঠামো নির্ধারণের দাবী

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রামে তেল সেক্টরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্যে সরকার ঘোষিত পে স্কেলের আদলে নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবী জানিয়েছে বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়াত্ত্ব জ্বালানী তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারীতে আয়োজিত সমাবেশে নেতারা এই আহ্বান জানান। তাদের অভিযোগ, শ্রমিক-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারনের জন্যে বিপিসি’র নির্দেশনা থাকা সত্বেও বিপিসির অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তা বাস্তবায়নে উদাসীনতা দেখাচ্ছেন। দাবী মানা না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়।