ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ার এর উদ্যোগে অভিষেক অনুষ্ঠান

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার

রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ার এর উদ্যোগে অনুষ্ঠিত হল পঞ্চম অভিষেক অনুষ্ঠান। নগরীর আগ্রাবাদে একটি হোটেলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল মোস্তফা। রোটারিয়ান এম এ আওয়াল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আহম্মদ মুছাসহ অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নব নির্বাচিত রোটারিয়ান কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।