ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

১৫ বছরে ‘সিসিমপুর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’ ১৪ পেরিয়ে ১৫ বছরে পা রাখল। হালুম, টুকটুকি, ইকরি ও শিকু চরিত্রগুলো খুদে দর্শকের মন জয় করার মধ্য দিয়ে এই দীর্ঘপথ অতিক্রম করেছে।

অনুষ্ঠান সংশ্নিষ্টরা জানান, চৌদ্দ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে ৩ থেকে ৮ বছর বয়সী শিশুর প্রারম্ভ্ভিক শিক্ষার চাহিদা পূরণের জন্য। সিসিমপুরের মূলমন্ত্র হলো- পৃথিবীটা দেখছি, প্রতিদিন শিখছি। আর তাই তো ১৫ পেরিয়ে ২০, ৫০, ১০০ বছর... একদিন সূর্যের সমান প্রাচীন হওয়ার স্বপ্ন নিয়ে চলেছে সিসিমপুর। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রাক-শৈশবকে পূর্ণাঙ্গ ও বিকশিত করবে ‘সিসিমপুর’।

এখন চলছে সিসিমপুরের একাদশ সিজন। সারাদেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন। বিটিভি ছাড়াও চ্যানেল আই, দেশ টিভি ও চ্যানেল নাইনে এটি প্রচার হয়েছে। এখন চলছে বিটিভি ও আরটিভিতে।
এসএ/